এই লেখা কপি করা সুরক্ষিত।

Ad Code

প্রেসক্রিপশন প্যাড গ্রাফিক্স ডিজাইন

সূচীপত্র

    প্রফেশনাল প্রেসক্রিপশন প্যাড ডিজাইন

    কাব্য গ্রাফিক্স এন্ড আর্ট

    আসসালামু আলাইকুম,

    আপনারা যারা চিকিৎসা পেশার সঙ্গে জড়িত রয়েছেন কিংবা যারা ব্যক্তিগত চেম্বার প্র্যাকটিস করছেন, তাদের জন্য "প্রেসক্রিপশন প্যাড" অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আদর্শ ও স্ট্যান্ডার্ড ডিজাইনের প্রেসক্রিপশন প্যাড আপনার ব্যক্তিত্বকে বহুগুণে বৃদ্ধি করতে পারে। #কাব্য_গ্রাফিক্স_এন্ড_আর্ট নিয়ে এসেছে অসাধারণ সব প্রেসক্রিপশন ডিজাইনের বিশাল কালেকশন।

    আপনি আপনার নিজের ইচ্ছামত ডিজাইন কাস্টমাইজেশন করে নিতে পারেন বিভিন্ন কালার ও ফন্ট ব্যবহারের মাধ্যমে।

    অর্ডার করার জন্য প্রয়োজনীয় তথ্য

    প্রথমে আপনার পছন্দের ডিজাইন সিলেক্ট করুন (যদি থাকে/অথবা আমাদের ডেমো থেকে)।

    এরপর নিচের তথ্যগুলো মেসেজ করুন ➡️↩️

    • আপনার নামঃ (এখানে আপনার নাম লিখুন)
    • ডেজিগনেশন/পদবীঃ (এখানে আপনার পদবী লিখুন)
    • প্রতিষ্ঠান (ঐচ্ছিক): (যদি থাকে)
    • টাইটেল: (যেমন- জেনারেল প্র্যাকটিশনার, মেডিসিন/সার্জারী/গাইনী/শিশু)
    • চেম্বার/ক্লিনিক/হাসপাতালঃ (নাম লিখুন)
    • ঠিকানাঃ (সম্পূর্ণ ঠিকানা)
    • রোগী দেখার সময়ঃ (সময় উল্লেখ করুন)
    • মোবাইলঃ (যোগাযোগের নম্বর)
    • ইমেইল (ঐচ্ছিক): (যদি থাকে)

    অন্যান্য তথ্য: এছাড়াও যা কিছু সংযুক্ত করতে চান (যেমন- ব্লাড প্রেসার মাপা হয়, ডায়াবেটিস মাপা হয়, নেবুলাইজেশন করা হয় ইত্যাদি) তা উল্লেখ করুন।

    অর্ডার কনফার্মেশন ও পেমেন্ট

    অর্ডার কনফার্ম করতে নিচের যেকোন একটি নম্বরে

    ২০০ টাকা

    সেন্ড মানি করুন:

    bKash Logo বিকাশ: 01724651212
    DBBL Rocket Logo রকেট: 017246512120
    Nagad Logo নগদ: 01724651212

    (উপরের সবগুলো পার্সোনাল নম্বর)

    ডেলিভারি ও ফাইল ফরম্যাট

    আপনার অর্ডার কনফার্ম হলে ২ কর্ম দিবসের মধ্যে আপনার ডিজাইন ইমেইল বা হোয়াটসঅ্যাপে পাঠানো হবে।

    💻 আমরা নিচের ২টি ফরম্যাটে ডিজাইন ফাইল প্রদান করি:

    • JPG (ছবি ফরম্যাট)
    • PDF (প্রিন্টের জন্য সেরা)

    🖨️ আপনি এই ফাইলগুলো যেকোন প্রিন্টিং প্রেসে দিয়ে সহজেই প্রিন্ট করে নিতে পারবেন।

    📀 বিঃদ্রঃ আমরা শুধুমাত্র প্রেসক্রিপশন প্যাডের ডিজাইন/গ্রাফিক্স করে থাকি। আমরা প্রিন্টিং করি না। প্রিন্টিং করার দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের।

    আমাদের করা কিছু ডিজাইন দেখুন:

    ডিজাইন স্যাম্পল দেখুন
    ধন্যবাদ।
    📷 কাব্য গ্রাফিক্স এন্ড আর্ট এর সাথেই থাকুন

    Post a Comment

    1 Comments

    Close Menu