এই লেখা কপি করা সুরক্ষিত।

Ad Code

প্রফেশনাল সিভি বানিয়ে নিন প্রফেশনাল দিয়ে ✅👑

সূচীপত্র

    আপনার প্রফেশনাল সিভি তৈরি করুন সহজেই

    মেডিকেল ও নন-মেডিকেল ব্যাকগ্রাউন্ডের জন্য স্ট্যান্ডার্ড সিভি ডিজাইন

    আসসালামু আলাইকুম, কেমন আছেন! আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি সিভি নিয়ে কাজ করাবেন জেনে অত্যন্ত খুশি হলাম।

    আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি প্রফেশনাল সিভি ডিজাইন ও কাস্টমাইজেশন করে থাকি। বিগত ৫+ বছরের বেশি সময় ধরে আমি সিভি নিয়ে কাজ করছি। যেহেতু এটি আমার প্রফেশনাল কাজ, তাই এখানে নামমাত্র পারিশ্রমিক নেওয়াটাও স্বাভাবিক।

    আমি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের সিভি (এমবিবিএস, বিডিএস, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নার্স, মিডওয়াইফ, ফার্মেসি, টেকনোলজিস্ট) ছাড়াও নন-মেডিকেল ব্যাকগ্রাউন্ডের সিভি অত্যন্ত যত্ন সহকারে ও স্ট্যান্ডার্ডভাবে তৈরি করে থাকি।

    বিঃদ্রঃ ম্যারেজ সিভিও অত্যন্ত প্রফেশনালভাবে বানানো হয়। 🤵‍♂️👰

    সিভির প্রকারভেদ ও মূল্য

    টাইমলাইন সিভি

    (১ পেজ)

    ৩০০ টাকা

    প্রফেশনাল সিভি

    (২-৫ পেজ)

    ৫০০ টাকা
    📣 উল্লেখিত সিভির অর্ডার দেওয়ার ৪ কর্ম দিবসের মধ্যে আপনার সিভিটি ইমেইলে পাঠানো হবে।
    ⚠️ আর্জেন্ট সিভি বানাতে চাইলে ৬০০ টাকা পেমেন্ট করতে হবে (১-২ দিনের মধ্যে ডেলিভারি)।
    🏷️ এছাড়াও বিডি জবসের সিভি একাউন্ট তৈরি ও সম্পূর্ণ কাস্টমাইজেশনের জন্য ৬০০ টাকা পেমেন্ট নেওয়া হয়। ✅

    অর্ডার করার নিয়ম

    আপনি কি ধরনের সিভি বানাবেন তা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানানোর পর আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস (যেমন: আগের সিভি, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এডুকেশন, ট্রেনিং, সার্টিফিকেশন, পার্সোনাল তথ্য, রেফারেন্স ইত্যাদি) নিচের গুগল ফর্মটি পূরণ করে জমা দিন এবং পেমেন্ট সম্পন্ন করে হোয়াটসঅ্যাপে নক দিন।

    হোয়াটসঅ্যাপ নম্বর: 01724651212

    পেমেন্ট ও কনফার্মেশন

    পেমেন্ট করার মাধ্যম

    bKash Logo বিকাশ:01724651212
    Nagad Logo নগদ:01724651212
    DBBL Rocket Logo রকেট:017246512120

    (উপরের সবগুলো পার্সোনাল নম্বর, সেন্ড মানি করবেন)

    📌 পেমেন্টের পর ট্রানজেকশন আইডি অথবা আপনার নম্বরের শেষ ৪ সংখ্যা লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। 📨

    গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: আপনার সিভি তৈরি করার পর শুধুমাত্র পিডিএফ (PDF) ফরম্যাটে ইমেইলে পাঠানো হবে। দয়া করে ওয়ার্ড ফাইল (MS-WORD Doc, DOCX) ফাইলের জন্য অনুরোধ করবেন না, এটি আমাদের পলিসির বাইরে। প্রয়োজনে, আপনি নিচের লিঙ্কের মাধ্যমে PDF ফাইলকে WORD ফাইলে কনভার্ট করে নিতে পারেন।
    ধন্যবাদ 🥰🥰🥰

    Post a Comment

    0 Comments

    Close Menu