সূচীপত্র
সরকারি ম্যাটস: তালিকা, ভর্তির যোগ্যতা ও পড়ার খরচ
ম্যাটস (MATS) কি?
MATS এর পূর্ণরূপ হলো Medical Assistant Training School। এটি এক ধরনের বিশেষায়িত মেডিক্যাল ডিপ্লোমা স্কুল। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের তত্ত্বাবধানে ৪ বছর মেয়াদী (৩ বছর একাডেমিক + ১ বছর ইন্টার্নশিপ) এই কোর্সটি পরিচালিত হয়।
ম্যাটস-এর চাকরি
সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই ম্যাটস ডিগ্রিধারীদের জন্য চাকরির সুযোগ রয়েছে।
সরকারি চাকরির ক্ষেত্র:
- উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে।
- বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনীতে।
- বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে (পিডিবি, তিতাস গ্যাস ইত্যাদি)।
- জেলা সদর হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে।
- বিভিন্ন সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক/ইন্সট্রাকটর হিসেবে।
বেসরকারি চাকরির ক্ষেত্র:
- বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে।
- বিভিন্ন এনজিও-তে (ব্র্যাক, আইসিডিডিআরবি ইত্যাদি)।
- ডায়াগনস্টিক সেন্টারে।
- ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টসে প্রাথমিক চিকিৎসক হিসেবে।
ম্যাটস-এ ভর্তির যোগ্যতা
ম্যাটস-এর সাবজেক্ট ও কোর্স
কোর্সের মেয়াদ: মোট ৪ বছর
- ১ম বর্ষ: Basic Anatomy and Physiology, Community Health, English, Computer.
- ২য় বর্ষ: Basic Pharmacology, Pathology and Microbiology.
- ৩য় বর্ষ: Basic Medicine, Gynecology, Surgery, Community Medicine.
- ৪র্থ বর্ষ: ১ বছর ইন্টার্নশিপ (৯ মাস জেলা সদর হাসপাতালে এবং ৩ মাস উপজেলা হাসপাতালে)।
ম্যাটস পড়ার খরচ
সরকারি ম্যাটস
~ ২০,০০০ টাকা
(৪ বছরে)
বেসরকারি ম্যাটস
~ ৪-৬ লক্ষ টাকা
(প্রতিষ্ঠান ও হোস্টেল ভেদে)
সুবিধা ও উচ্চশিক্ষা
এসএসসি পাশের পরেই এই কোর্সে ভর্তি হওয়া যায় বলে অল্প সময়ে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি হয়। সরকারি ম্যাটসে খরচ খুবই কম। তবে বর্তমানে নার্সিং পেশার চাকরির বাজার ম্যাটসের তুলনায় কিছুটা বিস্তৃত এবং নার্সিং-এর পর উচ্চশিক্ষার সুযোগ বেশি।
Resources: mynursing.net
0 Comments