সূচীপত্র
ভিজিটিং কার্ড ও প্রেসক্রিপশন প্যাড বানানোর নিয়ম (DMF)
-
নামের লাইন: প্রথম লাইনে নামের পূর্বে শুধুমাত্র প্রিফিক্স ‘ডা.’ লিখে নিজের পূর্ণ নাম সুন্দর করে লিখবেন। যেমন; ডা. এম. রেজাউল করিম। নামের শেষে কোনো ডাকনাম (যেমন: অমুক, তমুক) পরিহার করবেন।
তবে, যাদের ডিএমএফ ডিপ্লোমা ছাড়াও অতিরিক্ত প্রফেশনাল স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি আছে, তারা নামের পরে সাফিক্স হিসেবে উপাধি (যেমন: জনস্বাস্থ্যবিদ, নিউট্রিশনিস্ট) ব্যবহার করতে পারবেন।
-
শিক্ষাগত যোগ্যতার লাইন: দ্বিতীয় লাইনে ডি.এম.এফ (ঢাকা) লিখবেন। (ঢাকা) লিখতে হবে কারণ বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ঢাকায় অবস্থিত এবং এটি একটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস।
যাদের অতিরিক্ত স্বীকৃত ডিগ্রি (যেমন: BSc, MSc, MPH) আছে, তারা ডিগ্রির শিরোনাম, বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নামসহ (যেমন: এমপিএইচ (এইচএম), আরইউ) উল্লেখ করতে পারেন।
সতর্কতা: ডিপ্লোমা বা ডিগ্রি ব্যতীত অন্য কোনো সার্টিফিকেট কোর্স (যেমন: MCH, CPR, PTD, IMCI) ভিজিটিং কার্ড বা প্যাডে লেখা আইন বহির্ভূত। -
পদবির লাইন: আপনি যদি কোথাও সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি বা এনজিওতে চাকরি করেন, তাহলে এই লাইনে আপনার সংশ্লিষ্ট পদবি এবং প্রতিষ্ঠানের নাম সুন্দর করে লিখবেন।
যেমন:
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিহাতী, টাংগাইল।
স্বাস্থ্য কর্মকর্তা
গুড নেইবার্স বাংলাদেশ।যারা পূর্বে চাকরি করতেন, তারা পদের পাশে সরকারি ক্ষেত্রে ‘(অবঃ)’ এবং বেসরকারি ক্ষেত্রে ‘(প্রাক্তন)’ কথাটি লিখবেন। যারা কখনো চাকরি করেননি, তাদের জন্য এই লাইনটি প্রযোজ্য নয়।
-
অভিজ্ঞতার লাইন: এই লাইনে অনেকে মেডিসিন, সার্জারী, মা ও শিশু রোগে অভিজ্ঞ—এসব লেখেন, যা আইনগতভাবে ঝুঁকিপূর্ণ। কোনো অবস্থাতেই নিজেকে "চিকিৎসক" বা "বিশেষজ্ঞ" হিসেবে পরিচয় দেবেন না।
বিশেষ সতর্কতা: ইন্টার্নশিপ বা ফিল্ড ট্রেনিং (এফ.টি) এর তথ্য ভিজিটিং কার্ড বা প্যাডে লেখা আইনত দণ্ডনীয়। এটি আপনার অদক্ষতার পরিচয় বহন করে এবং জেল বা জরিমানার কারণ হতে পারে।মনে রাখবেন, নামের পূর্বে ‘ডা.’ লেখার মর্যাদা অনেক বড়। এতেই আপনি সকল রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়ার যোগ্যতা রাখেন।
-
রেজিস্ট্রেশন নম্বর: এই লাইনে আপনার বি.এম.ডি.সি রেজিস্ট্রেশন নম্বরটি স্পষ্টভাবে লিখবেন। যেমন: বি.এম.ডি.সি রেজিঃ নং-ডি-৫৮২৫।
এই নম্বরটি শুধুমাত্র ভিজিটিং কার্ড বা প্যাডেই নয়, আপনার চেম্বারের সাইনবোর্ড, লিফলেটসহ সকল পেশাগত ডকুমেন্টে লেখা বাধ্যতামূলক।
-
মোবাইল নম্বর: এই লাইনে আপনার মোবাইল নম্বর সুন্দর করে লিখে দেবেন, যাতে আপদকালীন সময়ে রোগী সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারে।
নমুনা ভিজিটিং কার্ড
চাকরিজীবী ও অতিরিক্ত ডিগ্রিধারী:
ডা. এম. রেজাউল করিম (জনস্বাস্থ্য বিশেষজ্ঞ)
ডি.এম.এফ (ঢাকা), বি.এস.সি (এনইউ), এম.পি.এইচ (এপিডেমিওলজি)
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিহাতী, টাংগাইল।
বি.এম.ডি.সি রেজিঃ নং-ডি-৫৮২৫
মোবাইল: ০১৭১০৩৫৯৬৬০
শুধুমাত্র চেম্বার প্র্যাকটিশনার:
ডা. মো. আরিফ হোসেন
ডি.এম.এফ (ঢাকা)
বি.এম.ডি.সি রেজিঃ নং-ডি-৫৮২৫
মোবাইল: ০১৭১০৩৫৯৬৬০
0 Comments