এই লেখা কপি করা সুরক্ষিত।

Ad Code

এডুমেইল-এর ১০টি অসাধারণ সুবিধা

সূচীপত্র

    এডুমেইল-এর ১০টি অসাধারণ সুবিধা

    আপনার যদি একটি ইনস্টিটিউশনাল ইমেইল বা এডুমেইল থাকে, তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনার জন্য অনেকগুলো সুযোগ অপেক্ষা করছে। আমি আপনাদের প্রয়োজন হবে এমন ১০টি সুযোগের কথা তুলে ধরবো যা আপনার সব সময় লাগবে।

    1. Camscanner

      পিডিএফ তৈরি করা, পড়া এবং ম্যানেজ করার জনপ্রিয় অ্যাপ Camscanner-এর সবগুলো প্রিমিয়াম ফিচার সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

      (সর্বশেষ আপডেট অনুযায়ী প্রিমিয়াম কতদিনের জন্য দেয় একটু দেখে নিবেন)

    2. Gemini AI

      বর্তমানে বাংলাদেশের ছাত্রছাত্রীরাও জেমিনাই এআই প্রিমিয়াম একাউন্ট ০১ বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

      (০১ বছর হওয়ার আগে প্রিমিয়াম প্ল্যান ক্যান্সেল করে কার্ড রিমুভ করে দিয়েন)

    3. LinkedIn Verification Badge

      আপনার লিংকডইন প্রোফাইলের পাশে একটি ভেরিফাইড ব্যাজ যুক্ত করতে পারবেন, যা আপনার প্রোফাইলকে নিরাপদ রাখবে এবং হ্যাকিং থেকে সুরক্ষা দেবে।

    4. VEO 3 Premium

      আপনার কাছে এডুমেইল থাকলে VEO 3 প্রিমিয়াম একাউন্ট নিতে পারবেন। এই সুযোগটি আমেরিকান স্টুডেন্টদের জন্য হলেও, VPN ব্যবহার করে আপনিও নিতে পারবেন।

    5. ResearchGate Profile

      বিশ্বের নামকরা গবেষকদের সাথে সংযোগ স্থাপন করতে, প্রশ্ন করতে এবং গবেষণাপত্র খুঁজে পেতে রিসার্চগেটে একটি প্রোফাইল তৈরি করা জরুরি, যার জন্য এডুমেইল প্রয়োজন।

      Visit Site
    6. Google Meet Premium

      ১০০ জন অংশগ্রহণকারী নিয়ে আনলিমিটেড সময় পর্যন্ত মিটিং করতে পারবেন এবং প্রিমিয়াম হোস্ট কন্ট্রোল ব্যবহার করতে পারবেন (রেকর্ডিং ছাড়া)।

    7. Canva Premium

      ভেরিফাইড এডুমেইল দিয়ে Canva Pro-এর সুবিধা উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে ১০০ জিবি ক্লাউড স্পেস এবং সোশ্যাল মিডিয়া পোস্ট শিডিউলিং।

      (এই অফারটি শুধুমাত্র স্কুলের স্টুডেন্টদের জন্য, তবে ভিন্ন উপায়ে চেষ্টা করে দেখতে পারেন)

      Get Offer
    8. Microsoft 365 Office Education

      আপনার কাছে এডুমেইল থাকলে Microsoft 365 (Word, PowerPoint, Excel) ০১ বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

      (এই অফারটি কলেজের স্টুডেন্টদের জন্য, কিন্তু আপনিও চেষ্টা করতে পারবেন)

      Get Offer
    9. Microsoft Azure Cloud

      ক্লাউড কম্পিউটিং নিয়ে যারা কাজ করেন, তারা এডুমেইল ব্যবহার করে ১০০ ডলারের একটি ডিসকাউন্ট নিতে পারেন।

      Get Offer
    10. LucidChart

      গবেষণা, প্ল্যানিং বা মাইন্ড ম্যাপ তৈরির জন্য এই ভিজ্যুয়াল ফ্লোচার্ট টুলটি এডুমেইল দিয়ে একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

      Get Offer
    থামবেন না, এখানেই শেষ নয়! আরও অনেক সুযোগ-সুবিধা আছে যেগুলো স্টুডেন্ট ইমেইল আইডি থাকলে উপভোগ করা যায়। আমি যে জিনিসগুলো অনেক দিন ধরে ব্যবহার করছি, সেগুলোই এখানে তুলে ধরেছি। আপনারা নিজ দায়িত্বে গুগলে সার্চ করে আরও অনেক কিছু খুঁজে নিতে পারেন।
    আপনার এডুমেইল, আপনার সুপারপাওয়ার

    Post a Comment

    0 Comments

    Close Menu