সূচীপত্র
গোসলের ফরজ, সুন্নত ও নিয়ম
ইসলামে পবিত্রতা অর্জনের পূর্ণাঙ্গ গাইড
গোসলের ফরজ ৩টি
এগুলো পালন না করলে গোসল শুদ্ধ হবে না:
- **১. গড়গড়াসহ কুলি করা:** মুখের ভেতর খাবারের উচ্ছিষ্ট বা কফ দূর করার জন্য গড়গড়াসহ কুলি করতে হবে।
- **২. নাকে পানি দেওয়া:** নাকের ভেতর ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করা।
- **৩. সারা শরীরে পানি দেওয়া:** শরীরের চুল পরিমাণ জায়গা বা অঙ্গ-প্রত্যঙ্গ শুকনো না রেখে সর্বাঙ্গে পানি প্রবাহিত করা।
গোসলের সুন্নত ৬টি
ফরজ গোসলের জন্য নিচের কাজগুলো করা উত্তম:
- ১. গোসল শুরুর আগে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' পাঠ করা।
- ২. পবিত্রতা অর্জনের নিয়ত করা।
- ৩. দুই হাতের কব্জি ওযুর মতো তিনবার পরিষ্কার করা।
- ৪. কাপড় অথবা শরীরের কোথাও অপবিত্র কিছু থাকলে, গোসলের আগে তা পরিষ্কার করা।
- ৫. গোসলের আগে অজু করা (তবে পানি জমে গেলে দুই পা পরে ধোয়া)।
- ৬. ডান দিকে তিনবার, বাম দিকে তিনবার ও মাথার ওপর তিনবার পানি প্রবাহিত করা।
যে ৫ কারণে গোসল ফরজ হয়
- ১. স্বামী-স্ত্রী সহবাস করলে কিংবা পুরুষের স্বপ্নদোষ হলে।
- ২. নারীদের ঋতুস্রাব (পিরিয়ড)** হলে।
- ৩. সন্তান প্রসবের পর রক্তপাত বন্ধ হলে।
- ৪. মৃত ব্যক্তিকে গোসল দেওয়া (জীবিতদের জন্য)।
- ৫. কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করলে।
যে ৪ কারণে গোসল সুন্নত হয়
- ১. জুমার নামাজের আগে গোসল করা।
- ২. ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের আগে গোসল করা।
- ৩. ইহরামের জন্য গোসল করা।
- ৪. হাজীদের আরাফায় অবস্থানের সময় গোসল করা।
0 Comments